চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর টাইমসের সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম কাজী জুয়েলের ৪৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহরের ফিরোজা হাফেজ শান্তি নিকেতন চাঁদপুর টাইমসের কার্যালয়ে কেক কেটে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে এই জন্মদিনটি উদযাপন করা হয়।

কাজী ইব্রাহীম জুয়েলের ৪৫ তম জন্মদিনে চাঁদপুর জেলা ও সদর উপজেলা বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়নের এবং ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা তার এই ৪৫ তম জন্মদিনে অংশ নিয়ে কেক কেটে ও দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
এসময় এক আনন্দ মুখর পরিবেশ এর মধ্য দিয়ে নেতাকর্মীরা ইব্রাহিম কাজী জুয়েলের দীর্ঘ নেক হায়াত কামনা করে আগামীর জন্য তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি ২ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur