স্পেনে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কেড়ে নিল কুমিল্লার প্রবাসী প্রাণ। মৃত ব্যক্তির নাম দীপক বড়ুয়া (৫০)।
স্থানীয় সময় সোমবার বার্সেলোনার ডেল মার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, দীপক বড়ুয়া দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনার সংক্রমণ নিয়ে স্থানীয় ডেল মার হাসপাতালে ভর্তি হোন। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন তিনি।
দীপক বড়ুয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থানায়। তিনি স্পেনের বার্সেলোনায় একা বাস করতেন। তিনি ১৬ বছরের এক কন্যাসন্তানের জনক। গত ছয় মাস আগে তার স্ত্রী বাংলাদেশে মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত প্রাণঘাতী করোনায় স্পেনে গত ২৬ মার্চ হোসাইন মোহাম্মদ আবুল (৬৭), ৫ এপ্রিল জাকির হক ওরফে আনোয়ার হোসেন (৬৭), ৬ এপ্রিল আব্দুস শহীদ (৫৭), ২৩ মে সৈয়দা জামিলা খাতুন (৭৩), ২৪ আগস্ট হারুন উর রশিদ (৫৭), ৪ অক্টোবর মো. মাসুক আহমদ (৬০) ও সর্বশেষ দীপক বড়ুয়া (৫০) মারা যান।
বার্তা কক্ষ,২ ডিসেম্বর ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur