Tuesday, 07 July, 2015 4:59:16 PM
স্টাফ করেসপন্ডেন্ট:
ডিবি পুলিশের পৃথক দু’টি অভিযানে চাঁদপুর ওয়ারলেস বাজার থেকে ইয়াবাসহ দু’যুবক আটক করা হয়েছে। আটককৃতদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোর্টে প্রেরণ করলে, আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।
চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক(এসআই) ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর ওয়ারলেস এলাকা থেকে মোট ৭০ পিস ইয়াবাসহ আব্দুল আমিন ও সাইফুল কে আটক করে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওয়ারলেস বাজার থেকে শরীর তল্লাশী করে ২০ পিস ইয়াবাসহ আব্দুল আমিনকে আটক করে। আটককৃত আব্দুল আমিন কক্সবাজার সদর উপজেলার লোহারপাড় গ্রামের আক্তার আহমদের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
একই এলাকা থেকে আরেকটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে ৫০ পিস ইয়াবাসহ চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকার ওসমান দেওয়ানের ছেলে সাইফুল (২৫) কে আটক করা হয়।
চাঁদপুর টাইমস : এএইচ/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur