করোনা (কোভিড-১৯) মহামারীর মধ্যেই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ২৭ নভেম্বর, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর মধ্যে ১১ এবং ঢাকার বাইরে সাতজন রোগী রয়েছেন।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ওই তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৩ জন।
সরকারি প্রতিবেদন মতে, এ বছরে এখন পর্যন্ত ১ হাজার ১০৫ জন ডেঙ্গু রোগ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৭ জন সুস্থ হয়ে বাড়িতে গেছেন।
এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত ছয়টি মৃত্যুর তথ্য পাঠানো হয়। এর মধ্যে চারটির পর্যালোচনা সমাপ্ত করে তিনটির মৃত্যু ডেঙ্গুর কারণে হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
প্রসঙ্গত, সরকারি পরিসংখ্যান অনুসারে গত বছর ডেঙ্গুর ভয়াবহ প্রকোপে ১৭৯ জনের প্রাণহানি ঘটে।
ঢাকা ব্যুরো চীফ,২৮ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur