চাঁদপুরে পুকুরে গোসল করতে গিয়ে পুজা (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
২৭ নভেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার মহামায়ার টাওয়ারখীল শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত তরুণী ওই বাড়ির বাসিন্দা উত্তম শীলের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই তরুণী একজন মৃগী রোগী ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি গোসল করতে পুকুরে যান। গোসল করার এক পর্যায়ে তিনি মৃগ আক্রান্ত হয়ে পড়ে।
পরে বিকেলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল জানান, মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়ে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন।
স্টাফ করেসপন্ডেট,২৮ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur