চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে সাহিত্য মঞ্চ পরিবার।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে জেলার সুপ্রতিষ্ঠিত লেখক সংগঠনের একদল তরুণ সাহিত্যকর্মী এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চাঁদপুর সাহিত্য মঞ্চ পরিবারের পক্ষ থেকে নব-নির্বাচিত পৌরসভার মেয়রকে শুভেচ্ছা উপহার হিসেবে বেশকিছু বই তুলে দেয়া হয়।
পরে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘চাঁদপুর সাহিত্য সম্মেলন- ২০২০’ বিষয়ে পৌরসভার মেয়রের আলোচনা হয়।
এসময় সংগঠনের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি ওমর ফারুক প্রিন্স, শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা লিমা, প্রচার সম্পাদক নিঝুম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারিয়া ফারজানা,সমাজকল্যাণ সম্পাদক সাদ-আল আমিন ও নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট,২৬ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur