দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন (ইন্না…রাজিউন)। করোনা পজেটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।
সংবাদের সাহিত্য সম্পাদক কবি উবায়েদ আকাশ এ তথ্য নিশ্চিত করে জানান, এক মাস ধরে খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত ছিলেন । তিনি ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতা’র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
এদিকে মুনীরুজ্জামানের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৪ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur