Home / চাঁদপুর / স্কুল-কলেজ ও মাদ্রাসায় কীভাবে জিপিএ’র মান বাড়ানো খেয়াল
স্কুল-কলেজ ও মাদ্রাসায় কীভাবে জিপিএ’র মান বাড়ানো খেয়াল

স্কুল-কলেজ ও মাদ্রাসায় কীভাবে জিপিএ’র মান বাড়ানো খেয়াল

শরীফুল ইসলাম, চাঁদপুর :

চাঁদপুর জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিয়ে নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সাথে পরিচিতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকদেরকে শিক্ষার মানোন্নয়নকল্পে নিজেদের সচেতন হতে হবে। আপনাদের যদি জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনোরকম সহায়তা দরকার হয় তাহলে আমাদেরকে বলবেন। আমরা শিক্ষার মানকে উন্নত করতে প্রশাসনের পক্ষ থেকে সব সধরনের সহযোগিতা থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমি প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদেরকে বলছি, আগে নিজেরা সচেতন না হলে শিক্ষার্থীদের কীভাবে সচেতন করবেন। আমি জেলা শিক্ষা অফিসারকে বলছি, আপনি জেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে জিপিএ টার্গেট করে দেবেন। আপনার টার্গেট থাকবে প্রত্যেক প্রতিষ্ঠান কীভাবে শিক্ষার মান উন্নয়ন করে ভালো ফলাফল অর্জন করে। কোনো প্রতিষ্ঠান টার্গেটের কম জিপিএ পেলে তা খতিয়ে দেখবেন। এখন থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসায় কীভাবে জিপিএ’র মান বাড়ানো যায়, তার প্রতি খেয়াল রাখবেন।’

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা শিক্ষা অফিসার শফি উদ্দিন আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএস এম দেলোয়ার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, পুরাণবাজার কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৯:০৫ অপরাহ্ন, ২১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৬ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি