চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৮ নভেম্বর বুধবার ১২টার সময় উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ীর পারিবারিক করবস্থান সংলগ্ন এই ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানাযায়, লিটন বরকন্দাজ গাছ কাটার উদ্দেশ্যে মারা যাওয়ার কিছুক্ষণ আগে ঘর থেকে বাহির হয়। গাছ কাটার জন্য উপরে উঠলে,গাছের ডালসহ ভেঙ্গে পাকা রাস্তার উপর পড়ে মাথার একাংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যায়।
মারা যাওয়া যুবকের নাম মো.লিটন বরকন্দাজ (৪৭)। তিনি মদনের গাঁও গ্রামের বরকন্দাজ বাড়ীর বাসিন্দা। তাসীন (০৯) ও জান্নাত(০৩) নামে দুই সন্তানের জনক ছিলেন লিটন।
এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি বলে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান।
প্রতিবেদকঃশিমুল হাছান,১৯ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur