প্রায় সময়ই চাঁদপুর শহরের বিভিন্নস্থানে একঝাঁক তরুণ-তরুণীদের একত্রিত হয়ে রাস্তায় পড়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করতে দেখা যায়। তবে তারা কোন পরিচ্ছন্নকর্মী নন। তারা প্রত্যেকেই শিক্ষার্থী।
গায়ে রঙিন পোশাক পড়ে এবং বিডি ক্লিন নামের একটি সামাজিক সংগঠনের লোগো সংযুক্ত গেঞ্জি পড়ে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামতে দেখা গেছে।
বেশ কিছু দিন ধরে তাদেরকে চাঁদপুরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেড ও ১০ নং চৌধুরীঘাট এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে তাদেরকে এভাবেই। রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায়।
খবর নিয়ে জানা যায় তারা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে চাঁদপুর শহরে এই কাজ করে চলেছেন।
তাদের প্রত্যাশা একটি পরিচ্ছছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ গাড়ার। পাঠক এই উদ্যমী তরুণ-তরুণীদের মতো আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই গড়ে তুলতে পারে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৭ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur