চাঁদপুর শহরের প্রধান বানিজ্যিক এলাকা পুরাণবাজারে শিশু নিরবকে গাড়ি চাপা দেওয়ায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার রাতেই শিশুর পিতা নাছির মাঝি চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে অগ্রণী ব্যাংকের গাড়ি চালক মনির হোসেন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৩০।
আসামী মনির হোসেন (৪২) চাঁদপুর শহরের খলিশাডুলী এলাকার মৃত জুলফু প্রধানিয়ার ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানায়, শিশু নিহতের ঘটনায় গাড়ী চালক মনির হোসেন কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,চাঁদপুরের প্রধান বানিজ্যিক এলাকার পুরাণবাজার নতুন রাস্তায় যান চলাচলের ব্যস্ততম রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ কাচা বাজারে ১৫ নভেম্বর রোববার সকাল ১১টায় অগ্রণী ব্যাংকের গাড়ি চাপায় নিরব নামে ৬ বছরের এক শিশু নিহত হয়। এসময় এলাকার কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে অগ্রনী ব্যাংকের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৪৬৭৮) পাজারো গাড়িটি ভাংচুর করে এবং গাড়ির চালক মুনির (৩৫) মারধর করেছে। তবে গাড়িতে থাকা তিন বস্তা টাকা অক্ষত অবস্থায় রক্ষা করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্টাফ করেসপন্ডেট,১৬ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur