চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(আইডিইবি) সহ-সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব নিজ উদ্যোগে দুই অসহায় পরিবারের গৃহ নির্মানে টিন উপহার দিয়েছেন। সোমবার নলুয়া গ্রামে তার নিজ বাড়িতে স্থানীয় অসহায় হুমায়ুন কবির ও রীনা রানীকে টিন সামগ্রী উপহার তুলে দেন।
এসময় তিনি বলেন,বর্তমান সরকারের আমলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে নিয়ে ভাবেন। তার ভাবনার কারনেই অসহায় প্রতিটি মানুষকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজে সচেতন থাকবেন এবং অন্যদেরকে সচেতন রাখবেন।
এসময় আওয়ামী লীগ নেতা সফিউল্যাহ,যুবলীগ নেতা মুরাদ হোসেন,ছাত্রলীগ নেতা সুমন মিয়াজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,১৬ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur