চাঁদপুর সদরে আশিকাটি ইউনিয়নে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারে আজ ১৫ নভেম্বর সকাল ১০টায় মহিলা মহাসমাবেশ অনুস্ঠিত হয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার দশটি প্রকল্প ও কোভিট-১৯ দ্বিতীয় ধাপের সচেতনতামূলক প্রচারের লক্ষ্যে ইউনিয়ন কমপ্লেক্সে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেলা তথ্য অফিসার মো. নুরুল হক। আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুজ্জামান, চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটোয়ারী ।
তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর জেলা তথ্য অফিসের বাস্তবায়ন করছে ।
সমাবেশে জেলা তথ্য অফিস গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে প্রায় ১০০ টি মাস্ক মহিলা সমাবেশে স্থানীয় মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপির সকল সদস্য, গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন ।
আবদুল গনি , ১৫ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur