রাজশাহীর বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।
জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার জ্বর, সর্দি, কাশি নিয়ে ঢাকার একটি হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে।
এরপর থেকে নিজ বাড়িতে আছেন তিনি। তার জন্য দোয়া চেয়েছেন হাজারও দলীয় নেতাকর্মী। এছাড়া প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলামও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বার্তা কক্ষ,১৪ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur