Monday, 06 July, 2015 12:58:04 AM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে একটি চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহমদ আলী জানান, রোববার বিকালে মাঝ পদ্মায় ফেরি আমানত শাহর ইঞ্জিনে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এ সময় যাত্রীরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি আমানত শাহর ইঞ্জিনে আগুন ধরে যায়।
“ইঞ্জিনের সাইলেন্সার পাইপ দিয়ে কার্বন নির্গত হওয়ায় ইঞ্জিন গরম হয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
“তাৎক্ষণিকভাবে ফেরির নিজস্ব পাম্প মেশিনের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ফেরিটি কাওড়াকান্দি ঘাটে যাত্রী ও পরিবহন নিরাপদে নামিয়ে দেওয়া হয়।”
ইঞ্জিনের এ ধরনের অগ্নিকাণ্ড সম্পর্কে ধারণা থাকায় সহজেই আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলে জানান তিনি।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur