Home / স্বাস্থ্য / ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন কৌশলে প্রতারিত করা হচ্ছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন কৌশলে প্রতারিত করা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট :

চটকদার বিজ্ঞাপন দিয়ে বিকল্প চিকিৎসার নামে প্রতারণার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সচিবালয়ে রবিবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এবং বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় রেলমন্ত্রী বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান মুজিবুল হকও উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আধুনিক চিকিৎসায় যেমন ভুয়া চিকিৎসক ও ক্লিনিক রয়েছে, তেমনি হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায়ও বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারিত করা হয়। সনাতনী চিকিৎসার ওপর মানুষের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে এই অপচিকিৎসকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার এই বিকল্প পদ্ধতিগুলোর বিকাশে যথেষ্ট আন্তরিক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা এই উপমহাদেশের মানুষের কাছে হাজার বছর ধরে বিশ্বস্ততা অর্জন করে এসেছে। সরকার দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ২৯৮ জন হোমিও চিকিৎসক নিয়োগ দিয়েছে। নতুন নতুন হোমিওপ্যাথিক কলেজ নির্মাণ করছে। সম্প্রতি বিভিন্ন জেলা হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের সহায়তা নিয়ে বিকল্প চিকিৎসার উন্নয়নে আরও কাজ করে যাবে বাংলাদেশ। ইতোমধ্যে এই অঞ্চলে বিকল্প চিকিৎসার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়সহ মন্ত্রণালয়, অধিদফতর ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষবৃন্দ।

আপডেট :   বাংলাদেশ সময় : ১১:২৫ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ০৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি