চাঁদপুরে অনুর্ধ ১৬ ক্ষুদে ৫০জন সাঁতারু নারী পুরুষের মাঝে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অরুণ নন্দী সুইমিংপুলে অনুষ্ঠানিকভাবে প্রশিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,সাঁতার পরিষদের সভাপতি কাজী শাহাদাত,সাধারণ সম্পাদক তপন চন্দ,সাঁতার প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান প্রমুখ।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম বলেন,প্রতি বছর এই অরুন নন্দী সুইমিংপুলে ৮ বছরের শিশু থেকে শুরু করে উন্মুক্ত বয়সের নারী পুরুষকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। তার জন্য একজন নারী প্রক্ষিকর রয়েছে।এ জন্য প্রতি সাঁতারুর কাছ থেকে এককালীন মাত্র ১১শ টাকা নেওয়া হয়।পরবর্তীতে এখান সাঁতার শেখার পর অনেক সাঁতারুরা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
করেসপন্ডেট,৯ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur