মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘এটা’র আঘাতে ভূমিধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। খবর বিবিসির।
প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও। দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামমাতি গণমাধ্যমকে জানান, মধ্যাঞ্চলের কুয়েজা এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
এর আগে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছিল।
প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় গত শনিবার ৪ মাত্রার হারিক্যান ‘এটা’ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রথমে আঘাত হানে।
এরপর এটি পার্শ্ববর্তী আরেক দেশ হন্ডুরাসে আঘাত হানে। তারপর এটি তাণ্ডব চালায় গুয়াতেমালায়।
বার্তা কক্ষ,৭ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur