বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগের সারাদেশে শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড।
বুধবার (৪ নভেম্বর) সকাল দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ রসায়ন সমিতির সহ সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে জানান, গত মার্চের ১৩ তারিখ এই অলিম্পিয়াড হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। যেহেতু আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য পরপর তিন বছর জাতীয় অলিম্পিয়াড আয়োজনের বাধ্যবাধকতা আছে তাই ভার্চ্যুয়ালি এই অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা থেকে সারাদেশে ৯টি কেন্দ্রে এক ঘন্টাব্যাপি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহকারীদের এক ঘন্টায় ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
এই আয়োজনে সেরা দশজন আগামি বছর জাপানে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেবেন। সারাদেশে ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করছেন। চট্টগ্রাম অঞ্চলের ৫০টি সরকারি-বেসরকারি কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এম জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন প্রমুখ।
বার্তাকক্ষ,০৪ নভেম্বর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur