কচুয়ায় জাতীয় রক্তদাতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সামাজিক সংগঠন ‘প্রাণের টানে রক্তদান সংস্থা’র উদ্যোগে আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মেঘদাইর কেয়ার প্যাথলজি এন্ড ডিজিটাল সেন্টারের হলরুমে সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন মিলনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ এরিয়া পরিচালক ডা. গুরুপদ দে জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,সমাজসেবক সিরাজুল ইসলাম ও ল্যাব ইনচার্জ সোহেল আহমেদ প্রমুখ।
এসময় সংগঠনের সাধারন সম্পাদক আবু রায়হান,দপ্তর সম্পাদক ইব্রাহিম কাজী,সদস্য জিহাদ হোসেন,মেডিকেল অফিসার মাহমুদুল হাসান, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩ অক্টোবর ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur