মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে ঢাকায় যোগ দিয়েছেন হাজনাহ মো. হাশিম। আজ শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মিশনে যোগ দেন তিনি।
ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, শনিবার সকালে ঢাকায় পৌঁছালে মালয়েশিয়া হাইকমিশন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক ও পরিবেশ বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন হাজনাহ মো. হাশিম। এছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রুনাইয়ের মালয়েশিয়া মিশনে বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন তিনি।
এর আগে ঢাকায় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমীর ফরিদ আবু হাসান।
বার্তাকক্ষ,৩১ অক্টোবর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur