মতলব পৌর যুবলীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ২৯ অক্টোবর বুধবার বিকাল ৪টায় মুন্সিরহাট বাজারস্থ সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
সম্মেলনে মতলব পৌর যুবলীগের সদস্য মোঃ আতাউর রহমান ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য চন্দন সাহা, মতলব পৌর যুবলীগের সহ সভাপতি রিপন পাটোয়ারী, দেওয়ান পারভেজ, এ.কে.এম আজাদ, মোঃ জাবেক হাসান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাজরা, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা। সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীদের জীবন বিত্তান্ত পৌর যুবলীগের গ্রহণ করে গ্রহণ করেন এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাথে আলোচনা করে কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৯ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur