করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন রোববার এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৬ অক্টোবর রাতে তথ্যমন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। পিসিআর টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে।
সেদিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছিলেন তথ্যমন্ত্রী।
বার্তা কক্ষ,২৫ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur