চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ২৪ অক্টোবর,শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি)।
১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ১৫ অক্টোবর,বৃহস্পতিবার।
এই নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড.জিল্লুর রহমান জুয়েল। এছাড়া ১৫জন সাধারণ কাউন্সিলর ও ৫জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্থান চূড়ান্ত হয়েছে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি) শপথ বাক্য পাঠ করাবেন।
করেসপন্ডেট,২৩ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur