চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভার কৈয়ারপুল এলাকায় পিকঅ্যাপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী যুবক নিহত হয়েছেন।
২২ অক্টোবর,বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন এক যুবক। পথে কৈয়ারপুল এলাকায় এলে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী যুবকের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
করেসপন্ডেট,২২ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur