চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে সুলতান (৪০) নামে এক জেলের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। ১৯ অক্টোবর গভীর রাতে পুরাণবাজার হরিসভা রণাগোয়াল এলাকা দিয়ে মাছ ধরার সময় দুটি জেলে নৌকার মুখোমুখী সংঘর্ষ হলে ওই জেলে নিখোঁজ হয়।
দুই দিন পর আজ বুধবার সন্ধ্যায় শরিয়তপুর জেলা ফেরীঘাট এলাকায় নিখোঁজ জেলের লাশ পাওয়া যায়। নিহত সুলতান শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী কালুর বাড়ির ভাড়াটিয়া। সে তিন সন্তানের জনক।
২১ অক্টোবর,বুধবার রাতে নিহত জেলের লাশ বাড়িতে আনলে স্বজনদের কান্নায় এলাকায় এক হৃদয়বিধায়ক পরিবেশ সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছন।
এলাকাবাসী জানায়, নিহত জেলে সুলতান একই এলাকার সাজুর নৌকার জেলে ছিলো। সোমবার রাতের অন্ধকারে প্রতিবেশীদের সাথে মাছ ধরার জন্য নদীতে যায় সে। সময় নদীতে দুটি জেলে নৌকার মুখোমুখি সংঘর্ষে সুলতান তার নৌকা থেকে ছিঁটকে পানিতে পড়ে যায়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur