Home / চাঁদপুর / চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ২ হাজার টিউবয়েল বরাদ্দ
health--dept-..-..

চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে ২ হাজার টিউবয়েল বরাদ্দ

চাঁদপুরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে চলতি ২০২০-২১ অর্থবছরে ২ হাজার গভীর নরকূপ বরাদ্দ দেয়া হয়েছে। ‘সমগ্রদেশে আর্সেিনিকমুক্ত পানি সরবরাহ প্রকল্প’ এর অধীনে চাঁদপুর জেলায় এ নলকূপ বরাদ্দ দেয়া হয়েছে।

চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নসরুল্লাহ বুধবার ২১ অক্টোবর দুপুরে এ তথ্য জানান ।

প্রাপ্ত তথ্য মতে জানা যায়- চাঁদপুর জেলার ৮৯টি ইউনিয়ন চলতি অর্থবছরে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এ গভীর নলকূপ স্থাপনের জন্য বরাদ্দ দেয় । যা জেলার সব ইউনিয়নে পর্যায় ক্রমে টিউবওয়েলগুলো বসানো হবে্ ।

বরাদ্দকৃত নলকূপের ৫০% সংশ্রিষ্ঠ নির্বাচনি এলাকার মাননীয় সংসদ সদস্যগণ এবং বাকি ৫০ % সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার নিজ নিজ এলাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বরাদ্দ দিতে পারবেন।

যেসব বাড়িতে আর্সেনিকমুক্ত টিউবয়েল নেই -সে সব বাড়ির পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের লক্ষ্যে এগুলো বসানো হবে বলে এ নির্বাহী প্রকৌশলী জানান।

এছাড়াও পৌর এলাকায় পানির পাইপ স্থাপন ও স্যানিটেশন প্রকল্প চলমান রয়েছে বলে তিমি জানিয়েছেন।

আবদুল গনি , ২১ অক্টোবর ২০২০