জার্মানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুর জেলার মতলব উপজেলার কামরুল ইসলাম মুকুল নামে এক ব্যক্তি মৃত্যুবরন করেছে। (ইন্না—রাজিউন) জার্মানীর ফ্রাঙ্কফুর্টের পাশবর্তী শহর ওফেনবাখের অধিবাসী ছিলেন তিনি। ১৮ অক্টোবর,রোববার ভোর ৫ টায় তিনি মৃত্যুবরন করেছেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
তিনি প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠানের আপন জেঠাত ভগ্নিপতি।
তিনি দীর্ঘ বছর থেকে স্বপরিবারে জার্মানে থাকতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জার্মানে বাংলাদেশীদের মধ্যে সবার পরিচিত মুখ মরহুম কামরুল ইসলাম মুকুল ছিলেন অত্যন্ত স্বজন ও বন্ধু প্রিয়, পরিচ্ছন্ন ও দীনদার।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন জার্মানে থাকা কামরুল ইসলামের স্ত্রী মনিরা রহমান শিল্পী ও তার বোন ফারহানা জেসমিন , চাচাত ভাই সাংবাদিক এমকে মানিক পাঠান।
প্রতিবেদক:শিমুল হাছান,১৮ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur