মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার মরহুম আবু ওচমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় নিজ গ্রামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর,শুক্রবার বাদ জুমা মরহুমের বাড়ির মসজিদে মিলাদ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপ সচিব হাবিবুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল,আওয়ামী লীগের নেতা খোকন চৌধুরী,আব্দুল কাদের মাষ্টার।
১ নং বালিথুবা প: ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল বকাউল, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আহসান হাবিব নেবি, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রওশন মাল, আবুল খায়ের তপাদার,যুবলীগ সাবেক সভাপতি বাহাউদ্দীন বাহার, সহ সভাপতি শফিকুল ইসলাম গাজী, ইউপি সদস্য আমির হোসেন কিরন, ঢাকা কলেজের সাবেক নেতা অলিউল্ল্যাহ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মদনের গাঁও মিন্নতিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বিল্লাল হোসেন।
প্রতিবেদক:শিমুল হাছান,১৬ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur