চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর,বুধবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর মডেল থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ইনটেলিজেন্স মোঃ মনির আহমেদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম, আর, ইসলাম (বাবু), জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির অফিসার বকুল বড়ুয়া, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির জেলার সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, কমিউনিটি পুলিশিং কমিটির সদর উপজেলার সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারন সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন হিরু, পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল সাহ ও সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সুত্রধর,সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, বাগাদী ইউনিয়নের সভাপতি মোঃ হাছান প্রমুখ।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৪ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur