স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের ২০২০-২১ সালের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন হয়েছে। গত ৭ অক্টোবর এ কমিটির অনুমোদন করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়।
আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের সভাপতি প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ (সাবেক এমপি), সহ-সভাপতি আনম জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী (সাংবাদিক), সহ-সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম মিয়াজী, কোষাধ্যক্ষ মোঃ সফিউল্লাহ মিয়া, অডিটর মোঃ কামরুল ইসলাম পাটোয়ারী, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান খান, ড. নেয়ামুল বশির, আলমগীর মহিউদ্দিন, নজরুল ইসলাম আলম, এএসএম শফিকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, মাওঃ মোঃ জাকির হোসেন হিরু, মাওঃ হাফেজ মোঃ মাসুম বিল্লাহ।
কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এএসএম শফিকুর রহমান প্রতিষ্ঠানের সফলতা কামনায় সকলের দোয়া চেয়েছেন এবং এতিম নিবাসীদের জন্যে সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি, ১৪ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur