চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই প্রতিনিয়ত ফুলেল শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন চাঁদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল। মানুষের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হচ্ছেন প্রতিদিন ঐতিহ্য, বানিজ্য ও পর্যটন নির্ভর নান্দনিক চাঁদপুর গড়ার স্বপ্নদ্রষ্টা এই মেয়র।
১৩ অক্টোবর,মঙ্গলবার রাতেও নানা সামাজিক সংগঠন, পেশাজীবী, শ্রমজীবী, রাজনৈতিক, ও বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ নবনির্বাচিত এই বিজয়ী মেয়রকে শুভেচ্ছা জানাতে ফুলের তোরা নিয়ে হাজির হন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বাস ভবনে।
নেতা নয় একজন অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে মনে প্রাণে ভালোবেসে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনে এক এক করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নব মেয়র প্রেমীরা।
বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ভালোবাসায় একে একে ফুলেল শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন এই মেয়র।
মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির বাসভবনে অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে এক এক করে ফুলেল শুভেচ্ছা জানান, চাঁদপুর গণপূর্ত বিভাগ, শহীদ উচ্চ বিদ্যালয়,বিদ্যুৎ শ্রমিকলীগ, জনতা ব্যাংক লিমিটেডকর্মকর্তারা, জেলা শ্রমিক লীগ, পৌর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ,বিদ্যালয়, বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রিক্সা শ্রমিক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৩ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur