মহান মুক্তিযুদ্ধের অনন্য সাহসী মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন অধিনায়ক শহীদ মোহাম্মদ শহীদুল্যাহ জাবেদের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
১৩ অক্টোবর, মঙ্গলবার মরহুমের পারিবারিক ভাবে দোয়া ও মিলাদের মধ্যদিয়ে এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বাদ আসর শহরের নতুনবাজারস্থ দারুস সালাম জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদ।
আরও পড়ুন… চাঁদপুরের প্রথম শহীদ বীর মো. শহীদুল্লা জাবেদ
এসময় উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ভাই ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকা, ইউনিট লিডার সাইফুল ইসলাম, সিনিয়র আব্দুল্লাহ সদস্যবৃন্দ এবং শহীদ জাবেদের ভাতিজা আশেক মাহমুদ তানিম, মারনুছ মাহমুদ তম্ময়সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য,মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন অধিনায়ক শহীদ মোহাম্মদ শহীদুল্যাহ জাবেদ ১৯৭১ সালের ১৩ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালীন আজকের এইদিনে চাঁদপুরের অদূরে ফরিদগঞ্জ থানার টুবগী ব্রিজের কাছে বাংকার পরিদর্শনকালে কলঙ্কিত ঘাতকের গুলিতে নিহত হন। কাঠের বাক্সে ১ম তাঁকে সমাহিত করা হয় দক্ষিণ বালিথুবা গ্রামের সর্দার বাড়িতে রাত সাড়ে ৮টায়।
২৭ ডিসেম্বর সেখান থেকে তাঁর মরদেহ উত্তোলন করে লঞ্চযোগে চাঁদপুরে আনা হয়। রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান শেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজার পর বাদ আসর চাঁদপুর শহরের শহীদ জাবেদ সড়কস্থ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দেখে গেলেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বা বাঙালির স্বাধীনতা দেখে যেতে পারেন নি।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৩ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur