বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর এ বছর হচ্ছে না। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
১১ অক্টোবর, রোববার মিরপুরে শুরু হয় তিন দলের ৫০ ওভারের প্রেসিডেন্টস কাপ। এরপর শুরু হবে ছয় দলের অংশগ্রহণে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কর্পোরেট টি-টোয়েন্টিতে বিদেশি ক্রিকেটারদের থাকার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, বিদেশি ক্রিকেটার খেলানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সপ্তাহের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।
করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় দেশের প্রতিযোগিতামূলক সব খেলা। ধীরে ধীরে সব ইভেন্টের খেলাধুলাই শুরু হচ্ছে। ছোঁয়াচে ভাইরাস করোনার কারণেই এ বছর বিপিএল করতে সাহস পাচ্ছে না বিসিবি।
ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা হচ্ছে সংযুক্ত আরব অমিরাতে। আমাদের দেশে করোনার প্রভাব পড়েছে। করোনার কারণে মার্চ থেকেই স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আসন্ন শীতে করোনার প্রভাব বেড়ে যেতে পারে।সেই আশঙ্কায় স্কুল-কলেজ খোলার সাহস পাচ্ছে না বাংলাদেশ সরকার। একই কারণে ঘরের মাঠে বিপিএলের মতো আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের রিক্স নিতে চায় না বিসিবি।
খেলাধুলা ডেস্ক,১১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur