চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি।
১০ অক্টোবর,শনিবার সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জন করেন। তবে বেলা ৩টায় তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
ধানের শীষের প্রার্থী আকতার হোসেন মাঝি জানান,সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন। এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এমতাবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় আমি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।
করেসপন্ডেট,১০ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur