নোয়াখালী, সিলেট, সাভারসহ সারা দেশে নারীর প্রতি বর্বর নির্যাতনসহ দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে জেলা যৌন হয়রানি নির্মলকরণ নেটওয়ার্কের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের জোড়পুকুর পাড় এলাকায় ওয়াইডব্লিউ সিএ চাঁদপুর ও ট্রান্সটেড বাংলাদেশ এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, সিনিয়র অফিসার মনিটরিং পলাশ কুমার বিশ্বাস, চাঁদপুরে জেলা যৌন হয়রানি নির্মলকরণ নেটওয়ার্ক কমিটির সদস্য পাপড়ী বর্মন, কল্পনা সরকার, পিএম বিল্লাল, আব্দুস সামাদ খান, রাজন, খুকি সাহা, বেবী সাহা, ওসিসি এর পোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের সমাজের প্রতিটি নারী, বোন ও মায়েরা কেউ নিরাপদে নেই। দোষীরা অন্যায় করে ছাড় পেয়ে যাচ্ছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবী জানানো হয়।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,৭ অক্টোবর ২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur