Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নৌকার ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল
নৌকার ভোট চাইলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের

নৌকার ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল।

৬ অক্টোবর, মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদকে নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যাহত রাখতে যুবলীগের সকল নেতা কর্মীসহ সকলের প্রতি আহবান জানান।

দলের মধ্যে কোন বিভেদ না রেখে আগামী ২০ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করে গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন মতলব পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দি, উত্তম ঘোষ, দেওয়ান পারভেজ, ভি পি আতাউর রহমান, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ উপজেলার সকল ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মতলবের বাইশপুর, বরদীয়া , মুন্সিরহাট এলাকায় নৌকার মার্কার নির্বাচনী পথসভা করেন।

এদিকে আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল।

পথ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু। সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি। পথসভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। পথসভা ও গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করেন। সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খান।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, শরীফুল ইসলাম,৬ অক্টোবর ২০২০