চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী নজরুল ইসলাম সেকুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি এক বিবৃতিতে জানান, আমি আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে ডালিম মার্কা নিয়ে কাউন্সিলর পদে একজন প্রার্থী। কিন্তু আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণে পারিবারিক সিদ্ধান্তে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
আজ থেকে আমার নির্বাচনী সকল প্রচার-প্রচারণা ও কর্মকাণ্ড বন্ধ থাকবে। বিগত ক’দিন যারা আমার জন্যে মাঠে কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
করেসপন্ডেট,৬ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur