বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ অক্টোবর রোববার ৩ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ৪২৩ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৩৬ হাজার ৯৫ জন।
বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৬৬ লাখের বেশি। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ২০ হাজার ৭৭৯ জন। মোট মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮১০ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৩৭৩ জন। আর মারা গেছেন ১ লাখ ১ হাজার ৭৮২ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ১৫ হাজার ২৮৯ জন। আর মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫২ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় দেশে মোট ৫ হাজার ৩৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।
বার্তা কক্ষ,৫ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur