ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২০-২১ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলার ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবার এ সহায়তা পাবে।
আরো পড়ুন……...এ সময় মাছ ধরা নিষিদ্ধ
গত মৌসুমের তুলনায় এবার অতিরিক্ত আরো এক লাখ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক পরিবার পাবে ২০ কেজি করে চাল।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভিজিএফ চাল উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।
বার্তাকক্ষ, ০৩ অক্টোবর,২০২০;
কে. এইচ