সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন নাজ মিউজিক সেন্টারের সৌজন্যে আজ চাঁদপুর আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন ও কণ্ঠশিল্পী লতা।
আজ ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত তিন দিনব্যাপী ইলিশ উৎসবের আমন্ত্রনে উৎসবের সমাপনী দিনে নাজ মিউজিক সেন্টারের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজ মিউজিক সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ এ বি এম মাজহারুল আনাম ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. নাজমা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এফ এ সুমন ও কণ্ঠশিল্পী লতা সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার আমন্ত্রন জানিয়েছেন নাজ মিউজিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. নাজমা আক্তার।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,৩ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur