চাঁদপুরে ৩ দিন ব্যাপী চতুরঙ্গ ইলিশ উৎসবের উদ্বোধনী দিনে সাহিত্য মঞ্চের কবিতা ‘আবৃত্তি প্রহর’ অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর,বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে সংগঠনের আবৃত্তি দল বাংলাদেশ ও ইলিশ বিষয়ক কবিতা আবৃত্তি করেন। শুরুতেই আয়োজক ও দর্শকদের শুভেচ্ছা জানান সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম।
সাহিত্য মঞ্চের আবৃত্তি বিষয়ক সস্পাদক নবনিতা রায় চৌধুরীর নেতৃত্বে কবিতা আবৃত্তি করেন মাইনুল ইসলাম মানিক, আশিক বিন রহিম, বিথী নন্দী, নিঝুম খান, নুরুন্নাহার নিশী, মহিমা লোধ, নার্গিস ত্বন্নি, আল আমিন, আব্দুর রহমান সাকিব, ফাইজা মিশুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহিত্য মঞ্চের যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি ওমর ফারুক প্রিন্স ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছড়াকার আনিস আরমান।
আবৃত্তি পরিবেশনা শেষে সংগঠনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সাংবাদিক শেখ মহসিন।
স্টাফ করেসপন্ডেট,১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur