করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে খেলোয়ারদের মনোবল বৃদ্ধির জন্য চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ক্রীড় সংস্থার পক্ষ থেকে খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি ফেরদৌসী বেগম।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার কক্ষে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণে উপজেলা ক্রীড়া স্ংস্থার প্রতিনিধি হাসান আল মামুন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান পাটওয়ারী প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, হাইমচরে অনেক উদিয়মানের খেলা আছে যাদের একটু উৎসাহিত করলে জাতীয় মানের খেলোয়ার তৈরী করা সম্ভাব। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির জন্য খেলোয়ারা অলস হয়ে গেছে তাদের মনোবল বৃদ্ধিও জন্য এ আয়োজন।
প্রতিবেদক:মোঃ ইসমাইল,২৯ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur