মাদক বিরোধী অভিযানে চাঁদপুর শহরের ৫নং কয়লা ঘাট এলাকা থেকে রহুল আব্দুল রহিম(২৬) নামে এক মাদকাসক্তকে আটক করে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ সেপ্টেম্বর সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ভ্রাম্যমান আদালতে এই সাজা দেন।
জানা যায়, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের কয়লাঘাট এলাকায় অভিযান চালায়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় সদর উপজেলার বাগাদী জমদ্দার বাড়ির মোঃ মতি জমদ্দারের ছেলে আব্দুল রহিম (২৬)কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বাপন সেন, পেশকার মোঃ জহিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৮ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur