আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় কর্মসূচির ঘোষণা করেন।
কাদের বলেন, ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। ২৮ সেপ্টেম্বর মহানগর দক্ষিণের সকল মসজিদে দোয়া মাহফিল হবে।
বিকেল ৩টায় আলোচনা সভা হবে। ৩০ সেপ্টেম্বর বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন থাকবে।
এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর এতিমখানায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বার্তা কক্ষ , ২৬ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur