দীর্ঘ ছয়মাস পর বারগুলো তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেলো। তবে নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র আবাসিক হোটেলের বার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশিদ স্বাক্ষরিত জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, কভিড প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চের সংখ্যক স্মারকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
এখন শুধুমাত্র আবাসিক হোটেল বারসমূহের (যেসব হোটেলে আবাসন ব্যবস্থা রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হলো।
ঢাকা ব্যুরো চীফ, ২৭ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur