ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি খাজা আহমেদ ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭ টার সময় ঢাকা বার্ডেন হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। খাজে আহমেদ ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহাম্মেদ।
জানা গেছে,খাজে আহমেদ ভূঁইয়া বেশ কিছুদিন যাবত হার্ট, কিডনি, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। ২৩ সেপ্টেম্বর উনার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা বার্ডেন হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ ২৪ সেপ্টেম্বর সন্ধা সাড়ে ৭ টার সময় চিকিৎসারত অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খাজে আহমেদ ভূঁইয়া মৃত্যু কালে স্ত্রী, তিন ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
খাজে আহমেদ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রতিবেদক:শিমুল হাছান,২৪ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur