Home / চাঁদপুর / সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও শ্লোগানে চাঁদপুরে মানববন্ধন
সালাউদ্দিন হটাও

সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও শ্লোগানে চাঁদপুরে মানববন্ধন

বাফুফে নির্বাচনকে সামনে রেখে ‘সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও’ শ্লোগানে সারা দেশের ন্যয় চাঁদপুরেও মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফুটবল প্রেমী ছাত্র ও যুব সমাজ। ২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ফুটবলের দুর্নীতি হোক এখানেই শেষ-বিশ্বমঞ্চে আমার প্রিয় বাংলাদেশ’ প্রতিপদ্যকে সামনে রেখে এই মানবন্ধন ও প্রতিবাদ সভায় শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের ফুটবলপ্রেমীরা অংশ নেয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফুটবলপ্রেমী হাবিবুর রহমান মাঝি, নিক্কন হাওলদার, আবু বকর ছিদ্দিক, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ওয়াসিফ শাওন, মাহিন আহমেদ, মোসলেহ, মোঃ ফয়সাল প্রমুখ

বক্তারা বলেন, কাজী সালাউদ্দিন টানা ১২বছর ধরে বাফুফের সভাপতি থেকে বাংলাদেশের ফুটবল প্রতিনিয়ত অঃধপতনের দিকে নিয়ে গেছেন। ১২বছর আগে ফিফা রেংকিয়ে বাংলাদেশ ১২০ ছিলো। অথচ এখন ১৮৭ নাম্বারে। তার সময়ে বঙ্গবন্ধুর নামে আয়োজিত গোল্ডকাপের প্রাইজমানি নিয়ে দুর্নীতি করা হয়েছে।
ক্লাবগুলোর মাঝে প্রফেশনালি নেই। আজ পর্যন্ত একটি অধুনিক জিমনেশিয়াম করতে পারেনি। জাতীয় স্টেডিয়ামে সবজি চাষ হচ্ছে। বাফুফের আওতাধিন কোনো ফুটবল একাডোমী নেই। প্রফেশনাল লীগের নির্ধারিত কোনো সূচি নেই। তানা দীর্ঘমেয়াদি পরিকল্পনায়য় ব্যর্থ, মহিলা লীগ, জেলা লীগ, প্রথম বিভাগ লীগ নিয়মিত করতে ব্যর্থ।

নতুন প্রজন্মের এই ফুটবলপ্রেমীদের অভিযোগ কাজী সালাউদ্দিন দেশের ফুটবল উন্নয়নে কোন কাজ করছে না। তাই আসন্ন বাফুফে নির্বাচনকে ঘিরে সালাউদ্দিন বিরোধী আন্দোলনে নেমেছেন তারা। মানবন্ধন থেকে তারা ৬দফা দাবী পেশ করেন। দাবীগুলো হচ্ছে- কাজী সালাউদ্দিন সহ তার নির্বাচনী প্যানেলকে বয়কট পূর্বক দেশের কল্যাণে নিবেদিত ব্যক্তিকে ফুটবলে কাজ করার সুযোগ দেওয়া, বার্ষিক ফুটবল ক্যালেন্ডার তৈরি করা, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা, অধুনিক জিমনেশিয়াম তৈরি করা, প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে দেশের তৃণমূলের ফুটবলারদের নিয়ে কাজ করা, বিভাগ ও জেলা পর্যায়ের লীগ আয়োজন করা এবং বাফুফের পর্যবেক্ষণ কমিটি গঠন করা।

প্রসঙ্গত বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে নির্বাচনকে সামনে রেখে “সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও” আন্দোলনে সরব বাংলাদেশের ফুটবল প্রেমীরা। প্রথমে প্রতিবাদের জোয়ার শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আন্দোলন গড়িয়েছে রাজপথেও। সারাদেশের বিভিন্ন স্থানে চলছে মানববন্ধন, মিছিল, মিটিং।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ২৩ সেপ্টেম্বর ২০২০