চাঁদপুরে নানুপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওঃ শাহ্ সূফী মুহাম্মদ ইবনে ওয়াজি উল্লাহ (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। ২১ সেপ্টেম্বর সোমবার রাত ৮ টায় তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর জানাজার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন তাঁকে করা হয়।
বাগাদী পাম্প হাউজ মাঠে অনু্ষ্ঠিত জানাজায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ভক্ত ও গুণগ্রাহীসহ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন, বাগাদী দরবার শরীফের পীর সাহেব মাওঃ একে এম নেয়ামত উল্লাহ খান, গাছতলা দরবার শরীফের পীর সাহেব মাওঃ খাজা অলি উল্লাহ, ঢাকা যাত্রাবাড়ি দরবার শরীফের পীর সাহেব মাওঃ ওয়াজিহ উদ্দিন ইবনে ওয়াজি উল্লাহ, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, বর্তমান নানুপুর গদ্দিনিশিন পীর সাহেব হাফেজ মোঃ ওয়াজিহ উদ্দিন তাকী,নানুপুর দরবার শরীফের পীরজাদা মাও.আহমদ উল্লাহ, নানুপুর দরবার শরীফের খলিফা মোঃ ফেরদৌস মজুমদার, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ আশেকুল আরেফিন, হাকাস্ মার্কেট ব্যাবসায়িক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা, গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওঃ খাজা জুবায়ের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো.জসিম উদ্দিন পাটওয়ারী।
উপস্থিত ছিলেন, নানুপুর মরহুম পীর সাহেব হুজুরের মাজার সংলগ্ন নারায়ণগঞ্জ শাহী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মামুনুর রশীদ, কমিউনিটি পুলিশিং সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান,বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, আওয়ামী লীগ নেতা মোঃ আবদুল বারেক গাজী, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জাকির হোসেন হিরু, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কাকন, বাগাদী বাজার জামে মসজিদের খতিব মাওঃ সুলতানুল আরেফিন প্রমুখ।
পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২২ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur