চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় আমগাছ ও দেয়ালের চাপায় ২ শিশু গুরুতর আহত হয়েছে।
২১ সেপেটম্বর মঙ্গলবার বিকেলে ঐ এলাকার বালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রহমতপুর আবাসিক এলাকার শাহাদাত গাজীর ছেলে সাব্বির হোসেন (৭) ও টিটু মিজির ছেলে রামিম মিজি (৮)। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রামিমের বোন শিলা জানায়, বিকেলে আমার ছোট ভাই রামিম, সাব্বিরসহ শিশুরা খেলাধুলা করছিল। হঠাৎ বিকেল সাড়ে ৪টার দিকে শিশুরা খেলাধুলা অবস্থায় বড় আমগাছ দেয়ালের উপর পড়লে দেয়ালটি শিশু রামিম ও সাব্বিরের উপর চাপা পড়ে। পরে তাদের ডাকচিৎকারে দেয়ালের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানায়, বৃষ্টি থাকার কারনে প্রতিদিনের চেয়ে কম শিশু ঘটনাস্থলে উপস্থিত ছিল। গাছের গোড়ায় মাটি না থাকায় গাছটি হেলে পড়ে যায়। গাছটি হেলে পড়ে ঐ এলাকার বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ চলে যায়।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,২২ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur